Type Here to Get Search Results !

বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে বিবাদের সৃষ্টি, আহত ৬ জন

ছবি: সংগৃহী


⚡অনলাইন ডেস্ক

২ মিনিটে পড়ুন



বগুড়ার ধুনট উপজেলায় এক বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।




বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কনের মামা বাদী হয়ে বরপক্ষের চারজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেছেন।





অভিযোগ অনুযায়ী, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের এক মেয়ের বিয়ে হয় গত বুধবার। বিয়ের পরদিন বৌভাত ও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে কনেপক্ষের লোকজনকে বরের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। দুপুরে প্রীতিভোজের সময় কনেপক্ষের পাতে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। এ সময় বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হন।




ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কনের মামা সোহাগ হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.