উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, হাজীগঞ্জ, চাঁদপুর। ছবি: সংগৃহীত
শিশুর মর্মান্তিক মৃত্যু: গলায় ডিম আটকে শ্বাসরোধ হয়ে প্রাণহানি
গলায় ডিম আটকে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে মর্মান্তিক ঘটনা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মেহজাবিন নামের ২৬ মাস বয়সী এই শিশুটি শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের বাসিন্দা মোহাম্মদউল্যার কন্যা ছিল। শিশুটি নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। শিশুটির মা তাকে সিদ্ধ ডিম খাওয়ানোর সময় ডিমটি তার গলায় আটকে যায়। এ অবস্থায় তাকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাছান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের খাওয়ানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
.png)