Type Here to Get Search Results !

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন?

ছবি: সংগৃহীত


প্রস্রাব করার পর ভালোভাবে ঢিলা বা পানি ব্যবহার করার পরেও যদি মনে হয় মূত্রফোঁটা বের হচ্ছে, বিশেষ করে রুকু বা সিজদার সময়, তাহলে কী করা উচিত?

এই পরিস্থিতিতে আপনার করণীয় হলো— ভালোভাবে পবিত্রতা অর্জন করার পর সন্দেহ দূর করতে প্রস্রাবের জায়গায় কিছু পানি ছিটিয়ে দেওয়া। এরপর আর বারবার যাচাই না করে এবং নামাজে দাঁড়িয়ে কোনো সন্দেহে না পড়ে নামাজ চালিয়ে যাওয়া।


আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর কাছে এক ব্যক্তি একই সমস্যার কথা বললে তিনি পরামর্শ দেন— ওযু করার পর লজ্জাস্থানে পানি ছিটিয়ে নিতে। এরপর যদি কোনো আর্দ্রতা অনুভূত হয়, তাহলে সেটিকে ছিটানো পানির আর্দ্রতা বলে মনে করতে। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস : ৫৮৩)


সুতরাং, আপনি এই নিয়ম অনুসরণ করেই পবিত্রতা বজায় রাখবেন এবং নামাজ আদায় করবেন। পাশাপাশি, কোনো ধরনের সন্দেহ বা ওয়াসওয়াসাকে মনে স্থান দেবেন না।


তথ্যসূত্র:

  • মুসান্নাফে আব্দুর রাযযাক (হাদিস : ৫৯৫)
  • কিতাবুল আছল (১/৫৩)
  • খুলাসাতুল ফাতাওয়া (১/১৮)
  • আল-মুহিতুল বুরহানি (১/২১৮, ২৬৯)
  • বাদায়িউস সানায়ি (১/১৪০)
  • ফাতাওয়া হিন্দিয়া (১/৯)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.