অনলাইন ডেস্ক
২ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চন্ডীপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি সম্মেলনের আয়োজন করা হয়। চন্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সম্মেলনে দলের সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দলীয় নেতাকর্মীরা চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল আলম জানান, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী তাদের নাম ঘোষণা করেন। সমর্থকরা বিভিন্ন প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। এরপরই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। তিনি আরও বলেন, স্থানীয় জনগণ শান্তিপূর্ণভাবে কমিটি গঠনের চেষ্টা করছিলেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
