Type Here to Get Search Results !

‘অ্যাভেঞ্জার’ হিসেবে শাহরুখকে দলে চান নতুন দলপতি

ছবি: সংগৃহীত


⚡বিনোদন ডেস্ক

২ মিনিটে পড়ুন




 বলিউডের রাজা শাহরুখ খান। আন্তর্জাতিক বিনোদন জগতে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে প্রথমে যার নাম আসে, তিনি হলেন শাহরুখ খান। ইরফান খান, টাবু, ধানুশের মতো অনেক তারকাই হলিউডের বিখ্যাত সিনেমায় কাজ করেছেন। শাহরুখের প্রিয় সহকর্মী দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়ার নামও সেই তালিকায় রয়েছে। কিন্তু ভারতের বাইরে সবচেয়ে জনপ্রিয় বলিউড তারকা শাহরুখ খান কখনো হলিউডে কাজ করেননি। তবে, হলিউডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে শুধু ভক্তরাই নয়, সিনেমা সংশ্লিষ্টরাও শাহরুখের কাজ করার প্রত্যাশা রাখেন।



আরও পড়ুন: আয়নাঘরে বন্দীদের আটকে রেখে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন চালানো হতো।



হলিউডের অন্যতম শক্তিশালী প্রযোজনা সংস্থা মার্ভেল। সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে রাজত্ব করা এই সংস্থাও চায়, শাহরুখ তাদের সঙ্গে যুক্ত হোন। এমন আকাঙ্ক্ষাই প্রকাশ করেছেন মার্ভেলের আসন্ন সময়ের গুরুত্বপূর্ণ এক অভিনেতা। তিনি আর কেউ নন, বর্তমান অ্যাভেঞ্জার্স দলের নির্দেশক এবং ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে অভিনয় করা তারকা অ্যান্থনি ম্যাকি।




একটি সাক্ষাৎকারে অ্যান্থনিকে প্রশ্ন করা হয়, তিনি কি কোনো বলিউড অভিনেতাকে তার ‘অ্যাভেঞ্জার্স’ দলে সুপারহিরো হিসেবে চান কিনা? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় শাহরুখ খানই সবচেয়ে মানানসই, তিনিই সেরা!’ সাক্ষাৎকারের এই অংশ ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়েন কিং খানের ভক্তরা।


আরও পড়ুন: নেতাকর্মীদের না জানিয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া বিশ্বাসঘাতকতা: আওয়ামী সিনিয়র নেতা


আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিওর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় তার চরিত্র ‘স্যাম উইলসন’-কে অ্যাভেঞ্জার্স দলের নতুন দলনেতা অর্থাৎ, ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় দেখা যাবে। এই ছবি প্রচারের সাক্ষাৎকারেই এই সুপ্ত ইচ্ছা প্রকাশ করেন অ্যান্থনি।



হলিউড অভিনেতার ইচ্ছা প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন গুঞ্জন উঠেছে। তাহলে কি তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার গোপনে হলিউডে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ? বিষয়টি নিয়ে যদিও বলিউড অভিনেতা কোনো মন্তব্য করেননি।



তবে এই প্রসঙ্গেই গত বছরের একটি সাক্ষাৎকারের অংশ আবার আলোচনায় এসেছে। সেখানে শাহরুখ কথাপ্রসঙ্গে জানিয়েছিলেন, তার ইংরেজি উচ্চারণ যথেষ্ট স্পষ্ট। অভিনেতার অভিনয় দর্শক-সমালোচকদের পছন্দ। তাই, পছন্দসই চরিত্র পেলে তিনি রাজি আছেন। নিজের দেশে তিনি ‘সুপারস্টার’। সমমর্যাদার কোনো চরিত্রের জন্য হলিউড তাকে ভাবলে নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন।



অ্যান্থনি ম্যাকি বর্তমানে মার্ভেলের সুপারহিরো টিমের লিডার ‘ক্যাপ্টেন আমেরিকা’র দায়িত্ব পালন করছেন। মার্ভেলে তার চরিত্র স্যাম উইলসনের প্রবেশ সুপারহিরো ‘ফ্যালকন’ হিসেবে হলেও, গল্পের ধারাবাহিকতায় স্টিভ রজার্স তার ‘ক্যাপ্টেন আমেরিকা’র দায়িত্ব তুলে দেন স্যাম উইলসনের হাতে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.