Type Here to Get Search Results !

আয়নাঘরে বন্দীদের আটকে রেখে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন চালানো হতো।


আয়নাঘর
ছবি: আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস


১ মিনিটে পড়ুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আয়নাঘরে আটক বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হতো। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি দেশ-বিদেশের সাংবাদিক ও ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সামনে এসব তথ্য প্রকাশ করেন।



প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরের অবস্থা বর্ণনা করতে গেলে এক কথায় বলতে হয়, এটি এক ভয়াবহ ও বীভৎস দৃশ্য। মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ রয়েছে, তা অনুধাবন করতে গেলে অনেক গভীরে যেতে হয়। যা শুনছি, তা এতটাই অবিশ্বাস্য যে মনে হয়, এটি কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? আয়নাঘরে যারা নির্যাতিত হয়েছেন, তারা আমাদের সঙ্গেই রয়েছেন।


আরও পড়ুন: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন



তিনি আরও বলেন, রাস্তা থেকে বিনা কারণে মানুষদের ধরে এনে কতগুলো সাক্ষী উপস্থাপন করে তাদের সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো। এমন নির্যাতনকক্ষ শুধু আয়নাঘরেই নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছে। শোনা যাচ্ছে, আয়নাঘরের মতো এমন স্থান সারা দেশে বিদ্যমান। কেউ বলছে ৭০০টি, কেউ বলছে ৮০০টি; তবে এখনও সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.