Type Here to Get Search Results !

নেতাকর্মীদের না জানিয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া বিশ্বাসঘাতকতা: আওয়ামী সিনিয়র নেতা

 

sekh hasina
ছবি: সংগৃহীত


১ মিনিটে পড়ুন


নেতাকর্মীদের না জানিয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া বিশ্বাসঘাতকতা: আওয়ামী সিনিয়র নেতা



আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা সাংবাদিক জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন, যেসব নেতা-নেত্রী বিদেশে পালিয়ে গেছেন, তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকেই মনে করছেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। জুলকারনাইন সায়ের একটি ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন।




উক্ত পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশে অবস্থানরত এসব নেতাদের একটি বড় অংশ আর্থিক সংকটে ভুগছেন। কারণ, হঠাৎ করে চলে যাওয়ার সময় তারা পর্যাপ্ত অর্থ-সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারেননি। কারওই আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। এছাড়া, তাদের অনেকেই সম্পদ অন্যের নামে গড়ে তুলেছিলেন, যা এখন ফেরত পেতে তাদেরকে বেগ পেতে হচ্ছে।



এদিকে, সীমান্ত পার হয়ে নিরাপদে কলকাতায় পৌঁছানোর জন্য আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাথাপিছু ২০ লাখ টাকা পর্যন্ত খরচ করছেন বলে আওয়ামী লীগের ওই জ্যেষ্ঠ নেতা জুলকারনাইন সায়েরকে জানিয়েছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.