ছবি: সংগৃহীত
রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনাগামী একটি যাত্রীবাহী লঞ্চ ২০০ জন যাত্রী নিয়ে মাইশছড়ি এলাকায় ডুবে গেছে। তবে হ্রদের পানি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১০ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুলেখা চাকমা জানান, লঞ্চটি মাইশছড়ি এলাকায় পৌঁছানোর পর হঠাৎ পানিতে তলিয়ে যায়। তবে যাত্রীরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। যদিও লঞ্চে থাকা মালামাল পানিতে ডুবে গেছে।
লঞ্চের যাত্রীরা অভিযোগ করেন, অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে কাঠের লঞ্চটি ডুবে যায়।
এ বিষয়ে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, লঞ্চটির তলায় ফাটল ধরার ফলে পানি ঢুকে এটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
%20(1).png)