Type Here to Get Search Results !

সাজেক যাওয়ার পথে ৮ পর্যটক অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৪

 

পর্যটক অপহরণের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। ছবি: ইনডিপেনডেন্ট


সাজেক যাওয়ার পথে পর্যটক অপহরণ: এক নারীসহ ৪ জন গ্রেপ্তার


খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে এক পর্যটক দলকে অপহরণের ঘটনায় পুলিশ এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, গত ২ মার্চ রাজশাহীর পুঠিয়ার নন্দনপুর এলাকার বাসিন্দা মো. খলিলুর রহমানসহ আট বন্ধু সাজেক ভ্রমণে আসেন। ৩ মার্চ সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে রওনা হলে নয় মাইল এলাকায় বেলাল ও আজিবুর রহমান নামের দুই অপহরণকারী তাদের গাড়ি থামিয়ে একটি আম বাগানে নিয়ে যায়। 


সেখানে তাদের জিম্মি করে সারা রাত আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৭ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। ৪ মার্চ অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।


ওসি আরও জানান, গতকাল ৯ মার্চ রাতে পুলিশের অভিযানে অপহরণকারী বেলাল, আজিবুর রহমান, সহিদুল ও সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় অপহরণের শিকার মো. খলিলুর রহমান দীঘিনালা থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের দায় স্বীকার করেছে। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.