Type Here to Get Search Results !

‘কী মুশকিল, ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…’

ছবি: সংগৃহীত


|বিনোদন ডেস্ক

⚡২ মিনিটে পড়ুন




 চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েক বছর একা জীবন কাটানোর পর এবার তার জীবনে আবারও জেগেছে ভালোবাসার আলো। তাহসানের নতুন জীবনসঙ্গী রোজা আহমেদ, যিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। এই দম্পতি নতুন জীবন শুরু করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকারও হয়েছেন।


এই প্রসঙ্গে এবার মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কী বিপদ! ফেসবুক খুললেই দেখি তাহসানের নতুন স্ত্রী বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। হাত দিয়ে মুখের ভেতর ভাত ঢুকাচ্ছে। ঢুকাচ্ছে তো ঢুকাচ্ছেই…।’ 


তসলিমা আরও লিখেছেন, ‘এতো ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের ক্ষেত্রে অবশ্য যতই খাওয়া হোক, ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়ার এই ভিডিওগুলো যাতে চোখের সামনে না আসে, সেজন্য কী করা যায়, পরামর্শ চাই!’


তসলিমার এই পোস্টে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে লিখেছেন, তাদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। ফেসবুকের নিউজফিডে তাহসান ও রোজাকে নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপ এবং স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে। 


রোজা আহমেদ বরিশালে বেড়ে উঠেছেন এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে ডিগ্রি অর্জনের পর তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন। এরপর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠান। 


তাহসান খান জানিয়েছেন, রোজার সঙ্গে তার কয়েক বছর আগে প্রথম দেখা হয়। সেই থেকে দুজনের মধ্যে যোগাযোগ ছিল। তবে গত বছর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের কারণে তাহসানকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে। যদিও তিনি দীর্ঘদিন ধরে একাই জীবন কাটিয়েছেন। 


২০০৬ সালের ৭ আগস্ট তাহসান মিথিলাকে বিয়ে করেন। ২০১৩ সালের ৩০ জুলাই মিথিলা তাদের কন্যা সন্তান আইরাকে জন্ম দেন। আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে মিথিলা ও তাহসান বিচ্ছেদের ঘোষণা দেন। তাহসানকে ডিভোর্স দেওয়ার পর ২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। সেই সময় মিথিলাকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে তিনি ও সৃজিত কখনোই এসব আলোচনায় বিচলিত হননি।



নিউজ সোর্স: যায় যায় দিন



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.