ছবি সংগৃহীত
তবে উদ্বোধনী আয়োজনে লাল গালিচা বিছিয়ে অতিথিদের খালে নামানোর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি লাল গালিচার বিষয়টি খেয়াল করিনি।’ তিনি আরও বলেন, ‘আগেও খাল উদ্ধার হয়নি, এখন এই কার্যক্রমও যদি কেউ অর্থহীন মনে করেন, তাহলে আমাদের করণীয় কী? আমরা হয়তো আট বা চৌদ্দ মাসে সবকিছু করতে পারব না, তবে অন্তত শুরুটা তো করা যাচ্ছে।’
অন্যদিকে, সামাজিক মাধ্যমে লাল গালিচা বিছিয়ে খাল খননের উদ্বোধন নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ চলছে। কেউ প্রশ্ন তুলেছেন, জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননের উদ্বোধনেও লাল গালিচার প্রয়োজন কেন? অনেকে ছবিটি পোস্ট করে রুচির দুর্ভিক্ষ বলে মন্তব্য করেছেন।
ফেসবুকে কবির হোসেন লিখেছেন, ‘যাদের জন্য লাল গালিচা পাতা, তাদের প্রকৃত সম্মান জানানো হয়নি।’ আরেকজন ব্যবহারকারী মো. ইফতেখার লিখেছেন, ‘খালের ওপর লাল গালিচা বিছানো! এটা কেমন সংস্কার?’ কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, ‘বর্তমান সরকারের দৃশ্যমান সংস্কার!!!’
এই ঘটনা জনমনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।
.jpg)