ছবি সংগৃহীত
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা উপকূল থেকে ২০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন।
গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।
পোস্টে উল্লেখ করা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্ব উপকূলে গত দুই দিনে বেশ কয়েকজন অভিবাসীর মৃতদেহ ভেসে এসেছে বলে বিভিন্ন সূত্রে দূতাবাস জানতে পেরেছে।
স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব মরদেহ ব্রেগা উপকূলে এসে পৌঁছায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মৃতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করতে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, তাদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে: +২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭।
নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিচয় নিশ্চিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
তবে শনিবার দূতাবাস জানায়, উদ্ধারকৃত মরদেহ যেখানে পাওয়া গেছে, সেখানে প্রবেশের অনুমতি পায়নি তারা। মরদেহগুলো পচন ধরতে শুরু করেছিল, এবং কোনো জাতীয়তা-সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয়ের কারণে মরদেহগুলো ব্রেগা উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া অঞ্চলে সমাহিত করা হয়েছে।
