Type Here to Get Search Results !

রমজানে ঢাকার ২৫টি স্থানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে মাছ ও মাংস।

ছবি: সংগৃহীত




আসন্ন রমজান মাসে ঢাকার ২৫টি স্থানে ন্যায্য মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য প্রকাশ করেন। 



তিনি জানান, সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ২৫টি স্থানে মোবাইল ভ্যানের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। 


আরও পড়ুন: দুবাইয়ে বর্তমানে হালাল সনদপ্রাপ্ত মদ পাওয়া যাচ্ছে।


ফরিদা আখতার আরও বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হবে। 


যেসব স্থানে এই সেবা প্রদান করা হবে, সেগুলো হলো:  

১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)  

২. খামারবাড়ি (ফার্মগেট)  

৩. ষাটফুট রোড (মিরপুর)  

৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর)  

৫. নয়াবাজার (পুরান ঢাকা)  

৬. বনশ্রী  

৭. হাজারীবাগ (সেকশন)  

৮. আরামবাগ (মতিঝিল)  

৯. মোহাম্মদপুর (বাবর রোড)  

১০. কালশী (মিরপুর)  

১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)  

১২. শাহজাদপুর (বাড্ডা)  

১৩. কড়াইল বস্তি, বনানী  

১৪. কামরাঙ্গীর চর  

১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)  

১৬. নাখাল পাড়া (লুকাস মোড়)  

১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার)  

১৮. বসিলা (মোহাম্মদপুর)  

১৯. উত্তরা (হাউজ বিল্ডিং)  

২০. রামপুরা (বাজার)  

২১. মিরপুর-১০  

২২. কল্যাণপুর (ঝিলপাড়)  

২৩. তেজগাঁও  

২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার)  

২৫. কাকরাইল  


এছাড়া, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের নদী ও সাগরে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানান ফরিদা আখতার। 


তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে এবছর প্রথমবারের মতো সৌদি আরব ও আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।




তথ্যসূত্র:আরটিভি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.