১ মিনিটে পড়ুন
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, জানিয়েছে যে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙাচোরা বাড়ি থেকে ‘কিছু হাড়গোড়’ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রায় পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানার তত্ত্বাবধানে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে সাক্ষ্য-সামগ্রী সংগ্রহ শুরু করে।
আরও পড়ুন: স্বামীর অর্থে ঘুষ দিয়ে সরকারি চাকরি, চাকরি পেয়েই স্বামীকে তালাক দিলেন স্ত্রী!
ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদের মতে, ৩২ নম্বর স্থানে কিছু হাড়গোড় পাওয়া গেছে। তিনি বলেন, “এগুলোর উৎস—মানুষ নাকি অন্য কোনো প্রাণী—নিশ্চিত করতে ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ সম্পাদন করেছে।” সাক্ষ্য-সামগ্রীর সংগ্রহ শেষে প্রায় সোয়া ১০টার দিকে সিআইডির টিম ঘটনাস্থল ত্যাগ করে চলে গেছে।
অন্যদিকে, ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য প্রদানের পর ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতার দ্বারা তীব্র আলোচনা শুরু হয়। ঘটনাস্থলের ঠিক পাশেই নির্মাণাধীন ভবনে আসক্তরা উপস্থিত হয় এবং ভবনের কিছু বেজমেন্ট পর্যায় লক্ষ্য করে। পর্যবেক্ষণে দেখা যায়, দু’তলা পর্যন্ত সহজে প্রবেশ করা যায়, তবে পরবর্তী ফ্লোরে শুধু পানি জমে আছে, যার থেকে অনুমান করা হয় ভবনের আরও তলা থাকতে পারে। এরপর কয়েক দিনের মধ্যে এই বেজমেন্ট নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়।
ঘটনার আরও বিস্তারিত জানতে, রোববার সকাল থেকে ৩২ নম্বরে বেজমেন্টে পানি সেচের কাজ শুরু করেছিল ফায়ার সার্ভিস। তাদের সেচের কাজ সম্পন্ন হলে প্রায় দুপুর সোয়া ১টার দিকে কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
