Type Here to Get Search Results !

স্বামী হত্যাকাণ্ডে জড়িত, পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

ছবি: RTV NEWS



মুক্তাগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড  


ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন—হাফিজা খাতুন (৪২) ও তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)। আদালত তাদের আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করেছেন। মামলার অপর আসামি মো. আরমান সাক্ষ্য গ্রহণ চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে, পলাতক থাকায় আবদুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  


 হত্যাকাণ্ডের বিবরণ  


সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালের ২৮ জুন মুক্তাগাছার ভাবকীর মোড় এলাকায় দুবাই ফেরত প্রবাসী হেলাল উদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়। স্ত্রী হাফিজা খাতুন তার পরকীয়া প্রেমিক আবদুল্লাহ আল মাসুমের সঙ্গে মিলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।  


পরিকল্পনা অনুযায়ী, হাফিজা খাতুন তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে এসে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হেলাল উদ্দিনকে হত্যা করেন। পরে ঘটনাটিকে ডাকাতির নাটক হিসেবে সাজানো হয়।  


মামলা ও বিচারকার্য  


হত্যাকাণ্ডের পরদিন নিহতের বোন সাফিয়া আক্তার মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ হাফিজা খাতুন, আবদুল্লাহ আল মাসুম ও মো. আরমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।  


এ মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাজেদুর রহমান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান।



নিউজ সোর্স: RTV NEWS

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.