Type Here to Get Search Results !

শ্বশুরবাড়ি বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে প্রাণ হারালেন জামাই

 

ছবি: সংগৃহীত

১ মিনিটে পড়ুন


শ্বশুরবাড়িতে সফরকালে প্রতিবেশীর লাঠির আঘাতপ্রাপ্ত জামাই প্রাণ হারান।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে প্রতিবেশীর লাঠির আঘাতে জামাই কনাই শব্দকর (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতের দিকে মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে। নিহত কনাই শব্দকর মইদাইল গ্রামের বজি শব্দকরের পুত্র।



পুলিশ সূত্রে জানা যায়, কনাই শব্দকরের সন্তানদের সঙ্গে প্রতিবেশীর সন্তানদের বিবাদ বাধে। এ নিয়ে ওইদিন রাতে প্রতিবেশী সুশিল শব্দকর ও তার পুত্র সুমিত শব্দকর কনাইকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.