Type Here to Get Search Results !

নেশাজাতীয় পদার্থ প্রয়োগ করে অটোরিকশা চালক কাঞ্চনকে হত্যা করা হয়েছিল।


নরসিংদীর বেলাবতে অটোরিকশা চালক কাঞ্চন মিয়া হত্যা মামলায় চারজন গ্রেপ্তার হয়েছেন। ছবি: সময় সংবাদ



নরসিংদীর বেলাবো এলাকায় চা পান করানোর সময় নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চালক কাঞ্চন মিয়াকে অচেতন করার পর তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।


অটোরিকশাচালক কাঞ্চন মিয়া (৬২) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।


রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: নরসিংদীর মনোহরদী ও বেলাব থানার মো. ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মো. কবির হোসেন (২৮), এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিকশাচালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিকশাসহ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন, ২২ জানুয়ারি সকালে বেলাব থানার বিন্নাবাইদ বিএম কলেজের পাশে রাস্তার ধারে এক অজ্ঞাত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করে, তবে তার অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় কাঞ্চন মিয়ার স্ত্রী রিনা বেগম বেলাব থানায় একটি মামলা করেন।


মামলার পর পিবিআই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্ত শুরু করে। নরসিংদী, কিশোরগঞ্জ, এবং গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত তিন দিনে ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।


নরসিংদী পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করার পর তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.