Type Here to Get Search Results !

রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার অনেকে, মাসজুড়ে চলবে অভিযান

 

রমজানে প্রকাশ্যে খাবার খাওয়ায় ২০ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে নাইজেরিয়ান পুলিশ। ছবি : সংগৃহীত


নাইজেরিয়ার কানো প্রদেশে পবিত্র রমজান মাসে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে ২০ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, খাবার বিক্রি করায় আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে প্রদেশটির ইসলামিক পুলিশ বাহিনী হিসবাহ।হিসবাহর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, 'রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান চলবে, তবে এটি কেবল মুসলিমদের জন্য। অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।


আরও পড়ুন: এবারের রমজানে সেলিব্রিটি পণ্য হল ‘লেবু’!


তিনি আরও বলেন, 'একজন প্রাপ্তবয়স্ক মুসলমানকে রোজার সময় প্রকাশ্যে খাবার খেতে দেখা হৃদয়বিদারক। এটি রমজানের প্রতি অসম্মানজনক, যা মেনে নেওয়া হবে না।'


গ্রেপ্তার হওয়া ২৫ জনকে শরিয়াহ আদালতে হাজির করা হবে, যেখানে তাদের শাস্তি নির্ধারণ করা হবে বলে জানান আমিনুদিন।


গত বছরও রোজা না রাখার কারণে কিছু মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে, তারা রোজা রাখার প্রতিশ্রুতি দিলে মুক্তি দেওয়া হয়। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন—গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.