Type Here to Get Search Results !

দক্ষিণ কোরিয়ায় একসঙ্গে ইসলাম গ্রহণ করলেন ১৭ জন তরুণ-তরুণী।

ছবি: সংগৃহীত


 দক্ষিণ কোরিয়ায় ১৭ তরুণ-তরুণীর ইসলাম গ্রহণ


রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া ও সংযমের শ্রেষ্ঠ সময়। এই মাসে অনেকেই নতুন করে আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পান এবং ইসলাম গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ায় ১৭ জন তরুণ-তরুণী ইসলাম গ্রহণ করেছেন।


গত ৫ মার্চ, বুধবার, কোরিয়া মুসলিম ফেডারেশন তাদের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।


ভিডিওতে জানানো হয়, এক মাস আগে শুরু হওয়া ইসলামি আইনশাস্ত্র শিক্ষা কার্যক্রম সফলভাবে শেষ করার পর, নতুন ধর্ম গ্রহণকারীদের জন্য সিউল সেন্ট্রাল মসজিদে বিশেষ ‘শাহাদা’ অনুষ্ঠান আয়োজন করা হয়।


কোরিয়া মুসলিম ফেডারেশন প্রতি মাসে ইসলাম সম্পর্কে জানার ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি কোর্স পরিচালনা করে। সেই কোর্স সম্পন্ন করার পরই অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.