ছবি: সংগৃহীত
পাকিস্তানের এক ব্যক্তি তার কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে গুলি করে হত্যা করেছেন, কারণ ওই অ্যাডমিন তাকে গ্রুপ থেকে সরিয়ে দিয়েছিলেন। স্থানীয় পুলিশের বরাতে শনিবার এএফপি এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত এই প্রদেশটি অতীতে অনেকবার রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে।
পুলিশের নথি ও স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডে একমাত্র 'আশফাক' নামের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ মুশতাকের ভাইয়ের দেওয়া এক বিবৃতি পেয়েছে, যেখানে তিনি জানিয়েছেন, মুশতাক ও আশফাকের মধ্যে বিতর্ক হওয়ার পর মুশতাক তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দিয়েছিলেন।
পরে উভয় পক্ষ সাক্ষাৎ করে বিরোধ মেটানোর চেষ্টা করেন, কিন্তু আশফাক সেখানে বন্দুক নিয়ে হাজির হয়ে গুলি চালিয়ে মুশতাককে হত্যা করেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, 'হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ার কারণে' আশফাক ক্ষিপ্ত হয়ে ছিলেন।
এএফপি জানিয়েছে, পাকিস্তানে অস্ত্রের সহজলভ্যতা, উপজাতীয় প্রথার প্রভাব এবং অনেক ক্ষেত্রে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
.png)