Type Here to Get Search Results !

সড়কে গাছ ফেলে অন্তত ২০টি গাড়ি লুটপাটের শিকার

 

ছবি: সংগৃহীত



পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল চালক ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।


শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের সরিষা পাটগাড়ী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ভাষ্যমতে, ওই সময় প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন মহাসড়ক দিয়ে চলাচল করছিল। হঠাৎ ডাকাতদল রাস্তার ওপর গাছ ফেলে যানবাহনগুলোর পথ রোধ করে। এরপর অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।


আরও পড়ুন: রমজানে রাজধানীর ২৫টি নির্দিষ্ট স্থানে ৬৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে।


ঘটনার খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছের গুড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।


সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কতটি যানবাহনে ডাকাতি হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দায়ের করেনি।


 ---------------------------------------------


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.