ছবি: সংগৃহীত
২০২১ সালের ১৭ অক্টোবর, বেশ গোপনীয়ভাবেই পরীমণি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে এক বছরের মাথায় নতুন আলো হয়ে আসে প্রথম সন্তান, শাহীম মুহাম্মদ পুণ্য।
কিন্তু সন্তানের জন্মের এক বছর পরই পরী ও রাজের দাম্পত্য জীবনে ফাটল ধরে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। সম্পর্কের ইতি টানার পর সন্তানকে নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নেন পরীমণি। সন্তানের যত্ন ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি, অন্যদিকে শরিফুল রাজ ব্যস্ত হয়ে পড়েন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে।
আরও পড়ুন: আজ আত্মপ্রকাশ হচ্ছে নতুন ছাত্রসংগঠন
বিচ্ছেদের পর একাধিক সাক্ষাৎকারে পরীমণি অভিযোগ করেন, শরিফুল রাজ বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি। সন্তান মানুষ করার সব দায়িত্ব এককভাবে নিতে হয়েছে তাকে। এমনকি বিশেষ কোনো দিনেও বাবার ভূমিকা পালন করতে দেখা যায়নি রাজকে। এসব নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি রাজের প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
তবে এরই মাঝে মাসখানেক আগে একটি ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যায়। ভিডিওতে শরিফুল রাজ ও পুণ্যকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। গাড়ির স্টিয়ারিং ধরে বাবা-ছেলের খুনসুটির মুহূর্ত ফেসবুকে শেয়ার করেন রাজ।
কিন্তু সেই ভিডিও প্রকাশের কিছুদিন পরই আবারও প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পরীমণি। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে তিনি রাজকে কড়া ভাষায় আক্রমণ করেন।
তার পোস্টে তিনি লিখেছেন, "রাত জাগা আর নির্ঘুম রাত এক নয় সোনা! মা হয়ে দেখো, সন্তানের গায়ে একটা মশার কামড়ও সহ্য করতে পারবে না। আর সেখানে যখন শিশুর ১০৪ ডিগ্রি জ্বর থাকে, তখন মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একা মা হয়ে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন, তা কেবল একজন মা-ই বুঝতে পারে। রাত জেগে নেটফ্লিক্স দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, লং ড্রাইভ কিংবা ফেসবুক স্ক্রল করা সহজ, কিন্তু বাধ্য হয়ে দায়িত্ব পালন করা কষ্টকর মনে হয় তাই না?"
তিনি আরও বলেন, "এই কষ্ট শুধু তাদের হয়, যারা সুযোগ বুঝে সন্তানের সঙ্গে কয়েক সেকেন্ডের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিথ্যা আবেগ প্রকাশ করে। কিন্তু মায়েদের জন্য এসব কখনোই বিস্বাদ মনে হয় না।"
এরপর পরী আরও তীব্র ভাষায় বলেন, "একবার ভাবো তো, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী করে! তুমি ভাবতেও পারবে না, কারণ বাবাদের এসব ভাবার প্রয়োজন হয় না! যারা প্রকৃত বাবা, তারা এসব অনুভব করে, ভালোবাসে, আগলে রাখে। কিন্তু তোমার মতো লোকের দরকার নেই আমার সন্তানের জীবনে। ওরা শুধু আমাকে নিয়েই বড় হচ্ছে, এবং এটাই ওদের জন্য যথেষ্ট।"
নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, "আমি সব কিছু মাফ করতে পারলেও, আমার এই ঘৃণার মধ্যে তোমাকে সারাজীবন বাঁচতে হবে। মরে গেলে তো বেঁচেই গেলে! হাসপাতালে আমার সন্তানের আপডেট যখন তোমার ফোনে যায়, তখন তুমি কি দেখতে পাও না? এসব দেখে তুমি অন্ধ হয়ে যাও না কেন?"
পরীমণি তার পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনদের ধারণা, তিনি তার প্রাক্তন স্বামী শরিফুল রাজকেই উদ্দেশ্য করে এই স্ট্যাটাস দিয়েছেন।
%20(3).png)