হোটেল মালিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে মহিলা কর্মীর উপর হামলার অভিযোগ
কেরালার একটি হোটেলে মহিলা কর্মীর উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হোটেল মালিক দেবদাস ও তার দুই সঙ্গী শনিবার রাতে জোরপূর্বক ওই মহিলার ঘরে প্রবেশ করে এবং তাকে যৌন হেনস্থার চেষ্টা করে। বিপদের মুখে পড়ে নিজেকে রক্ষা করতে তিনি দোতলার জানালা দিয়ে লাফ দেন। এতে গুরুতর আহত হন ওই মহিলা।
ঘটনার বিবরণ
ভারতের কেরালার এক সাধারণ মানের হোটেলের মালিক দেবদাস। সেখানে কাজ করতে আসা এক মহিলা কর্মী স্থানীয় একটি ভাড়াবাড়িতে থাকতেন। শনিবার রাতে দেবদাস ও তার দুই সঙ্গী আচমকা তার ঘরে ঢুকে তাকে হেনস্থা করার চেষ্টা করে। নিজেকে রক্ষা করতে তিনি জানালা দিয়ে লাফ দেন এবং গুরুতর আহত হন। তার আর্তচিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করান।
পুলিশের অভিযান
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ত্রিশূর থেকে দেবদাসকে গ্রেপ্তার করা হয়। তবে তার দুই সঙ্গী এখনও পলাতক রয়েছে।
প্রমাণ ও গ্রেপ্তার
আহত মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কিছু মুহূর্ত মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছে। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে হামলার প্রমাণ রয়েছে। পরিবারের সদস্যরা সেই ভিডিও প্রকাশ করার পরই দেবদাস পুলিশের হাতে ধরা পড়ে। বর্তমানে আহত মহিলা কোমর ও হাতে গুরুতর চোট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ বাকি দুই অভিযুক্তকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
