Type Here to Get Search Results !

সন্দেহভাজন ‘আয়নাঘর’ ভবন থেকে বর্তমানে পানির অপসারণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Bangladesh, Danmondi 32
ছবি : সংগৃহীত


১ মিনিটে পড়ুন


ধানমন্ডি ৩২ নম্বর ভবনের বেজমেন্টে জমে থাকা পানি অপসারণের কাজ শুরু হয়েছে। রবিবার, ৯ ফেব্রুয়ারি সকালেই ফায়ার সার্ভিস এই কার্যক্রম পরিচালনা করে।


৫ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ রূপে, অসন্তুষ্ট ‘ছাত্র-জনতা’ ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে জমে পড়ে। এ সময় বাড়ির ঠিক পাশে নির্মাণাধীন ভবন, যা 'সিআরআই ভবন' নামে পরিচিত, ততক্ষণাৎ উপস্থিতি সৃষ্টি করে।


আরও পড়ুন: দালালের প্রতারণায় রাশিয়ায় পাচার, যুদ্ধে প্রাণ হারালেন বাংলাদেশি


প্রতিবাদের সময়ই, বিক্ষুব্ধরা ভবনের কিছু বেজমেন্ট লেভেল পর্যবেক্ষণ করে। দেখা যায়, নিম্নের দুই তলায় পানি দেখা দেয় না; তবে তার উপরের লেভেলে জলস্তর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এর নীচে আরও কয়েকটি লেয়ার লুকিয়ে রয়েছে।


এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরণের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। কিছু সংবাদ সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবনে এমনকি একটি 'আয়নাঘর' থাকার সম্ভাবনাও আছে। এদিকে, অনেকেই দাবি করছে—পানি অপসারণের পর অবশ্যই পরীক্ষা করা উচিত, নিচের দিকে কী রয়েছে।


অবশেষে, এই আলোচনার উত্তরে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস পদক্ষেপ নিয়ে ওই ভবনের বেজমেন্ট থেকে জমে থাকা পানি সরানোর কাজ শুরু করে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.