Type Here to Get Search Results !

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

 

ছবি:সংগৃহীত


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। শনিবার (২৮ জুন) দুপুরে উত্তর ওয়াজিরিস্তান জেলার একটি সামরিক বহরে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ঢুকে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


স্থানীয় এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, “সেনাবাহিনীর গাড়িবহরের ভেতর ঢুকেই গাড়িটি বিস্ফোরিত হয়। নিহতদের সবাই সেনা সদস্য। আহতদের মধ্যে ১০ জন সেনা এবং বাকি ১৯ জন সাধারণ মানুষ।”


এছাড়া বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের দু’টি বাড়ির ছাদ ধসে পড়ে এবং ছয়জন শিশু আহত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সেনাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি উপশাখা— হাফিজ গুল বাহাদুর গ্রুপ—এই হামলার দায় স্বীকার করেছে।


উল্লেখ্য, গত কয়েক বছরে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলার মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। টিটিপি খাইবার পাখতুনখোয়াকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে, আর বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)। দুই গোষ্ঠীরই মূল লক্ষ্য অঞ্চল দুটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা।


২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়ঙ্কর বছর—এ বছরে মোট ৪৪টি জঙ্গি হামলায় প্রাণ হারান ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসামরিক মানুষ। বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় ৯৩৪ জন জঙ্গি।

(সূত্র: এএফপি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.