Type Here to Get Search Results !

গরু চোর সিন্ডিকেটের প্রধান গ্রেফতার, পাল্টা প্রতিশোধ হিসেবে ওসির বাড়ি থেকে গরু চুরি!


 

কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে গরু চুরির ঘটনা ঘটেছে। 

রোববার (২ মার্চ) রাত সোয়া একটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের পুরহাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়ি থেকে চোরেরা গরু নিয়ে পালিয়ে যায়।


চুরির সময় স্থানীয়রা টের পেয়ে চোর বলে চিৎকার করলে, চোরেরা গুলি ছুড়ে দ্রুত একটি পিকআপে করে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

গরুগুলো পালন করতেন মাস্টার আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ। তার বড় ভাই জাহেদুল কবির চট্টগ্রামের চকবাজার থানার ওসি।


স্থানীয়দের অভিযোগ, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চোরদের ভয়ে অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন। যদিও গরু চোর চক্রের প্রধান বলে পরিচিত সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে, তবুও গরু চুরি থেমে নেই।


অনেকের ধারণা, চকবাজার থানার ওসি জাহেদুল কবির সম্প্রতি চট্টগ্রাম থেকে নবী হোসাইনকে গ্রেফতার করেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তার গ্রামের বাড়ি থেকে গরু লুট করা হয়ে থাকতে পারে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.