Type Here to Get Search Results !

সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধ/র্ষ/ণের শিকার নারী

ছবি: সংগৃহীত



এক নারী সন্তান লাভের আশায় এক কবিরাজের কাছে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। বিয়ের তিন বছর পরও সন্তান না হওয়ায়, তিনি স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু চিকিৎসার নামে কবিরাজ তাকে ধর্ষণ করেন।


ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার। ভুক্তভোগী নারী (৩৬) শনিবার (১৫ মার্চ) থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেককে (৬৫) গ্রেপ্তার করে। তিনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের বড় বাজাইল গ্রামের মৃত নসু খার ছেলে।


স্থানীয়ভাবে কবিরাজ হিসেবে পরিচিত আব্দুল খালেকের ব্যাপারে প্রচলিত রয়েছে যে, তার ঝাড়ফুঁক ও ওষুধে সব ধরনের রোগ সেরে যায় এবং নিঃসন্তান দম্পতিরাও সন্তান লাভ করেন। এই বিশ্বাস থেকেই ওই নারী কবিরাজের বাড়িতে যাতায়াত করতেন এবং তাকে ১৫ হাজার টাকাও দেন।


৮ মার্চ, সন্তান লাভের সম্ভাব্য সময় জানতে আবার কবিরাজের বাড়িতে গেলে, তিনি তাকে কৌশলে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে, পুলিশ শুক্রবার (১৪ মার্চ) রাতে কবিরাজকে আটক করে। পরদিন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত হয়।




মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আব্দুল খালেককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.