Type Here to Get Search Results !

অস্ত্র হাতে নিয়ে ‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

 

ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে গ্রেপ্তার নাবিল হোসেন। ছবি : সংগৃহীত


দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী।

রোববার (২ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত যুবকের নাম নাবিল হোসেন (২২)। তিনি বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য।


পুলিশ জানায়, ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল তার ফেসবুক আইডি ‘নাবিল (নাবু)’ থেকে একটি রিভলভার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। ছবির নিচে লাল রঙে ইংরেজিতে লেখা ছিল ‘সুইটহার্ট’। বিষয়টি নজরে আসার পর রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকার মহিলা কলেজের পাশে বড়মাঠ থেকে তাকে আটক করা হয়।


বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এবং তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা রয়েছে, যা গত ২৫ অক্টোবর দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


তিনি আরও বলেন, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে নাবিল ফেসবুকে ওই অস্ত্রের ছবি পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.