ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
২ মিনিটে পড়ুন
গাজীপুরের শ্রীপুরে একটি অটোরিকশায় পুলিশ সদস্যকে ঝুলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় এক কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশা চালককে আটক করেছে এবং যানবাহনটি জব্দ করেছে। এ ঘটনার শিকার পুলিশ সদস্য হলেন মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস।
বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা থেকে ঘটনার বিস্তারিত জানা যায়।
ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরিহিত একজন পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন। পেছনে বসা যাত্রীরা চালককে বারবার থামানোর অনুরোধ করছেন, কিন্তু চালক তাদের কথা অমান্য করে যানবাহন চালিয়ে যাচ্ছেন। অটোরিকশার পাশ দিয়ে অন্যান্য যানবাহন চলাচল করছে। পরে একটি স্থানে পৌঁছালে সেখানে জ্যামের মধ্যে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় চালককে আটক করা হয়।
আটককৃত অটোরিকশাচালকের নাম জনি আহমেদ (২৪)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মো. আহমেদ আলীর পুত্র।
কনস্টেবল কমল দাস বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালানো হচ্ছিল। বিকেলে জৈনাবাজার এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে। আমরা তাকে থামানোর জন্য সিগন্যাল দিই। রিকশা থামানোর পর চাবি নেওয়ার চেষ্টা করলে চালক হঠাৎ গতি বাড়িয়ে দেয়। আমি অটোরিকশায় উঠার চেষ্টা করি, কিন্তু চালক আরও দ্রুত গতিতে যানবাহন চালাতে থাকে। এরপর আমি অটোরিকশার ডান পাশে ঝুলে পড়ি। চালককে বারবার থামানোর অনুরোধ করলেও সে গতি আরও বাড়িয়ে আমাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে। এভাবে সে আমাকে ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার পথ নিয়ে যায়।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনার পর অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠিয়ে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।’
.png)