ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মহানগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় বহুবিবাহের জেরে স্বামীর প্রাণ নিয়েছেন স্ত্রী।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের নাম আলাউদ্দিন, যিনি নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী ছিলেন নূর জাহান। সম্প্রতি তিনি নূর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন, যা নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে নূর জাহান ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে স্বামী আলাউদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী নূর জাহানকে আটক করেছে পুলিশ এবং হত্যায় ব্যবহৃত ধারালো দাও জব্দ করা হয়েছে।
