গত বছরের জুলাই মাসে সাউথপোর্টের একটি নাচের ক্লাসে ছুরি দিয়ে হামলা চালিয়েছিলেন অ্যাক্সেল রুডাকুবানা। ছবি: সংগৃহীত।
গত বছরের জুলাইয়ে সাউথপোর্টে একটি নাচের ক্লাস চলছিল। হঠাৎ ক্লাসে ঢুকে তিন শিশুকে হত্যা করে কিশোর রুডাকুবানা। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। বর্তমানে ১৮ বছর বয়সি এই যুবক রায় ঘোষণার সময় কাঠগড়ায় হাজির হতে অস্বীকৃতি জানান।
বিচারক তার রায়ে বলেন, আসামি অ্যাক্সেলকে সম্ভবত ‘কখনও মুক্তি দেয়া হবে না এবং তাকে সারা জীবন জেল হেফাজতে থাকতে হবে।
গত বছরের জুলাইয়ে একটি নাচের ক্লাস চলাকালে ক্লাসে ঢুকে পরপর ১১ শিশু, দুই প্রাপ্তবয়স্ক ও অন্যদের ওপর হামলা চালান রুডাকুবানা। হামলায় প্রাণ যায় তিন শিশুর। গুরুতর আহত হয় একাধিক শিশু ও প্রাপ্তবয়স্ক।
হত্যার দায় স্বীকার করলেও কোনো অনুশোচনা নেই রুডাকুবানার। বিচার চলাকালে আদালতে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং বিচারের মুখোমুখি হতে অস্বীকার করেন।
বিচারক বলেন, তার এই আচরণই প্রমাণ করে যে, তিনি তার শিকারদের মুখোমুখি হতে চাননি এবং বিচার থেকে পালাতে চেয়েছিলেন।
কর্তৃপক্ষ এখন তদন্ত করছে কীভাবে এই ধরনের সহিংস মনোভাবের একক ঘটনাগুলো প্রতিরোধ করা যায়, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় ঘটতে না পারে। এই ঘটনায় সহিংসতার শিকার শিশু এবং তাদের পরিবারের জন্য গভীর শোক জানিয়েছে সাউথপোর্টের জনগণ।
